বৃষ্টিমুক্ত কলকাতায় জমজমাট পুজোর বাজার
নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, বড়বাজারে পুজোর বিকিকিনিতে জমজমাট। ভিড় সামলানো দায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মহালয়া দরজায় কড়া নাড়ছে। তার আগে মাত্র দু’টি রবিবার। ফলে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, বড়বাজারে পুজোর বিকিকিনিতে জমজমাট। ভিড় সামলানো দায়।
গড়িয়াহাটের ব্যবসায়ীরা জানাচ্ছেন, বৃষ্টি না থাকায় বাজার জমজমাট হলেও ক্রেতারা চারজন মিলে একটি জামাই কিনছেন। এদিন আবার টিচার্স ডে থাকায় স্যারের জন্য গিফট কিনতে এসে অনেকে পুজোর জামাও তুলে নিয়েছেন।
নিউ মার্কেটে ভিড় এমন পর্যায়ে যে হাঁটা দায়। সন্ধ্যা নামতেই হাতিবাগানেও একই ছবি। বাবারা দোকানের বাইরে ঘেমেনেয়ে দাঁড়িয়ে, মেয়েরা জামা হাতে জিজ্ঞেস করছেন, “এটা ভালো?” জবাব আসে, “দাম কত বলছে? কমাতে বল।”
অফিস থেকে ফেরার পথে অনেকেই আচমকা বাজারে নেমে পড়েছেন। শহরের প্রতিটি বড় বাজারেই একই ভিড়। একদিকে শপিং মলে তরুণ কর্মীরা ধোপদুরস্ত পোশাকে ঢুকছেন, অন্যদিকে রাস্তার দোকানে চলছে টানা দর কষাকষি। পুজোয় বৃষ্টি হবে কি না তা এখনও অনিশ্চিত। তবে আপাতত বৃষ্টি নেই বলেই ভিড়ে ভাসছে কলকাতা। উৎসবমুখর বাঙালি প্রস্তুত মহোৎসবে মেতে ওঠার জন্য।