BJP শাসিত উত্তরপ্রদেশে শিকেয় নারী-নিরাপত্তা? মেরঠে Nude Gang-র আতঙ্কে ঘরবন্দি মেয়েরা

স্থানীয়দের অভিযোগ, একদল ব্যক্তি বিবস্ত্র অবস্থায় মহিলাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

September 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
‘ন্যুড গ্যাং’-এর খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে মেরঠে। ছবি: সংগৃহীত।
‘ন্যুড গ্যাং’-এর খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে মেরঠে। ছবি: সংগৃহীত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪২: বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মেরঠ (Meerut) জেলার দাউরালা গ্রামে এক অদ্ভুত ও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একদল ব্যক্তি বিবস্ত্র অবস্থায় মহিলাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই তথাকথিত ‘ন্যুড গ্যাং’-এর (Nude Gang) কার্যকলাপে গোটা গ্রাম আতঙ্কে কাঁপছে।

গত কয়েক দিনে একাধিক মহিলা এমন ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁদের মতে, প্রথমে বিষয়টি লোকলজ্জার কারণে চেপে রাখা হয়েছিল, কিন্তু ঘটনার পুনরাবৃত্তি আতঙ্ক বাড়িয়ে তোলে। মহিলারা এখন ঘরবন্দি, বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।

সম্প্রতি এক মহিলা কাজের উদ্দেশ্যে পাশের গ্রামে যাওয়ার সময় এমন হামলার মুখে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তল্লাশি শুরু হয়েছে। গ্রামে মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ, চালানো হচ্ছে ড্রোন নজরদারি।

পুলিশ সুপার বিপিন টাড়া জানিয়েছেন, কয়েকটি দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বা সন্দেহভাজনের কোনও হদিস মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে। তবে কিছু মানুষ এটিকে গুজব বলেও মনে করছেন।

গ্রাম প্রধান রাজেন্দ্র কুমার (Rajendra Kumar) বলেন, “প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন গোটা গ্রাম আতঙ্কে রয়েছে। মহিলাদের নিশানা করছে ওই গ্যাং।” প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। চলমান তদন্তের পরই স্পষ্ট হবে, আদৌ এমন কোনও গ্যাং রয়েছে কিনা, নাকি এটি শুধুই গুজবের ফল। তবে আপাতত মেরঠের দাউরালা গ্রামে আতঙ্কের ছায়া ঘনিয়ে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen