হুগলি থেকে ১ লাখি গাড়ির যাত্রা শুরু, ১৭ বছর পর ন্যানোর স্মৃতি ফিরিয়ে আনছে ‘সাইনোসোর’

১৭ বছর পর, সিঙ্গুরের কাছেই হুগলির সুগন্ধায় নতুন করে জেগে উঠছে চারচাকা গাড়ির আশার আলো

September 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: এক সময় সিঙ্গুরে শিল্প সম্ভাবনার স্বপ্ন দেখিয়ে থেমে গিয়েছিল টাটার ন্যানো প্রকল্প। রাজনৈতিক টানাপোড়েনে সেই স্বপ্ন ভেস্তে গিয়েছিল। ১৭ বছর পর, সেই সিঙ্গুরের কাছেই হুগলির সুগন্ধায় নতুন করে জেগে উঠছে চারচাকা গাড়ির আশার আলো। শনিবার ‘সাইনোসোর’ কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে, এক লক্ষ টাকার কম দামে চারচাকা বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনতে চলেছে তারা।

আজ সংস্থার তিনচাকা ইলেকট্রিক গাড়ির উদ্বোধনের মঞ্চেই ঘোষণা হয়, দীপাবলির পর ‘শুভ দিন’ দেখে চারচাকার প্রোটোটাইপ লঞ্চ হবে। ২০২৬ সালের জানুয়ারি মাসে গাড়ি বাজারে আসবে, যা রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জাভেদ আহমেদ খান ও উজ্জ্বল বিশ্বাস, এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষই প্রথম সংস্থাকে চারচাকা গাড়ির ভাবনা দেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে তিনি নিজেই ‘ফাঁস’ করেন চারচাকার পরিকল্পনার কথা।

সংস্থার অন্যতম কর্ণধার সম্পূর্ণা ঘোষ জানিয়েছেন, গাড়ির দাম এক লক্ষ টাকারও কম হবে এবং তা বিদ্যুৎচালিত হবে। চালক-সহ চার জন বসার মতো জায়গা থাকবে। গাড়ির নাম এখনও ঠিক হয়নি, তবে সম্পূর্ণা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই নামকরণ হবে।

ফের ন্যানো-পরিত্যক্ত হুগলি থেকেই নতুন গাড়ির যাত্রা শুরু হতে চলেছে। যদি সব পরিকল্পনা সফল হয়, তবে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও এক ‘বৃত্ত’ সম্পূর্ণ হতে চলেছে। ফের বাংলার মাটিতে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে গাড়ির স্বপ্ন জেগে উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen