BJP: বাংলাদেশে গোমাংস পাঠানোর অনুমতি দিচ্ছেন শান্তনু ঠাকুর, তোলপাড় সোশ্যাল মিডিয়া
বাংলাদেশে গোমাংস পাঠাচ্ছে বিজেপি! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক নথি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৭: বাংলাদেশে গোমাংস পাঠাচ্ছে বিজেপি! সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া এক নথি (leaked document) নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। এই নথিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) লেটারপ্যাডে সীমান্ত দিয়ে গোমাংস (beef) পাচারের জন্য বিএসএফকে (BSF) লিখিতভাবে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেখা যাচ্ছে।

নথিতে দেখা যাচ্ছে, নিজের কেন্দ্রীয় মন্ত্রীর লেটারপ্যাডে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডোকে নির্দেশ দিচ্ছেন যাতে জনৈক জিয়ারুল গাজী ৩ কেজি গরুর মাংস বাংলাদেশে নিয়ে যেতে পারেন।
এই নথিটি ভাইরাল (Viral) হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস (TMC) তীব্র সমালোচনা করে বলেছে, এই নথিই প্রমাণ করে যে সীমান্তে পাচার রোধে বিএসএফ (BSF) চরমভাবে ব্যর্থ হচ্ছে এবং এর পেছনে বিজেপিরই (BJP) যোগসাজশ রয়েছে।
অন্যদিকে, বিজেপি (BJP) এই অভিযোগকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে বলেছে, নথিটি সম্পূর্ণ জাল এবং তৃণমূলের তৈরি করা।
এই নথি তুলে ধরে সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, “এটা কী? 1) এই চিঠি আসল না নকল? 2) যদি আসল হয়, তাহলে বিজেপির শান্তনু ঠাকুর গরুর মাংস রপ্তানিতে চিঠি দিলেন কেন, যেখানে ওঁরা মুখে বিরোধিতা করেন। 3) বিএসএফকে চিঠি দিয়ে পারাপারের সুপারিশের উনি কে? এভাবেই বিজেপি বাংলাদেশ সীমান্ত চালায়?”
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহাও এই চিঠির ছবি পোস্ট করে লিখেছেন, “গরুর নামে ভোটের সময় হইচই, মানুষকে হুমকি-ধমকি, ধর্মীয় বিভাজন – এসব করে বিজেপির আসল চরিত্র দেখুন! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষরিত কাগজে স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশে গরুর মাংস (Beef) পাঠানোর অনুমতি। এটাই কি বিজেপির “গোমাতা রক্ষা”? ভোটের সময় গরু নিয়ে ভণ্ডামি, আর পর্দার আড়ালে গরুর মাংসের ব্যবসা? যে হাতে এই কাগজে সই করেছেন শান্তনু, সেই হাতে ঠাকুরবাড়ির দরজা ঠেলে ঢোকেন? ছিঃ! গরুর নামে নোংরা রাজনীতি করে মঞ্চে চেঁচামেচি, আর গোপনে ব্যবসা করে পকেট ভর্তি। তা আর কী-কী রপ্তানি করান শান্তনু ঠাকুর?”