SSC: বাংলায় এসএসসি পরীক্ষা দিতে “ডবল-ইঞ্জিন” উত্তরপ্রদেশের প্রার্থীরা

September 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৮: বাংলার পরীক্ষায় চাকরি পেতে হাজির বিজেপির ‘মুকুটের মণি’ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রার্থীরা। আজ শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রথম ধাপের লিখিত পরীক্ষা। রবিবারের এই পরীক্ষায় বসেছেন প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। এই ভিড়ে শুধুমাত্র বাংলার পরীক্ষার্থীই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে এসেছেন। বিশেষত উত্তরপ্রদেশ ও বিহারের মতো বিজেপি-শাসিত (BJP) রাজ্য থেকে বহু প্রার্থী আজ বাংলায় এসে পরীক্ষা দিচ্ছেন। কোচবিহারের পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে সেই দৃশ্য, আর তা নিয়েই শুরু হয়েছে তরজা।

তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন বিজেপিকে। তিনি লিখেছেন, “বাংলার SSC-র পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্য-সহ ভিনরাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমত পরীক্ষা হয় না। বারবার স্থগিত হয়েছে। ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন?”

এছাড়াও ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ যে বারবার উঠে এসেছে, সেই প্রসঙ্গও টেনে এনেছেন কুণাল। তিনি লিখেছেন, বাংলায় কেউ বলেনি যে এই পরীক্ষা কেবল বঙ্গবাসীদের জন্য। ভিনরাজ্যের পরীক্ষার্থীদের বিরুদ্ধে কোনওরকম বৈষম্য বা বাধা দেওয়া হয়নি। বরং তারা যেমন বাংলায় নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছেন, তেমনই সমান সম্মানও পাচ্ছেন।

আজকের ঘটনাপ্রবাহ প্রমাণ করছে, বিজেপি যতই চাকরির কথা মুখে বলুক, নিজেদের রাজ্যেই তারা চাকরি দিতে অপারগ। এক বেসরকারি টিভি চ্যানেলকে এক উত্তরপ্রদেশের প্রার্থী জানিয়েছেন যে তাঁদের রাজ্যে পরীক্ষা হয়না, তাই তিনি বাংলা, বিহার, রাজস্থানে ঘুরে-ঘুরে চাকরির পরীক্ষা দিচ্ছেন। এতে কী বাংলার নাগরিকদের চাকরির অধিকার চলে যাচ্ছে না? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen