Operation Sindoor: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ১০ই মে শেষ হয়নি; আরও কী জানালেন জেনারেল দ্বিবেদী?
লাইন অফ কন্ট্রোলে (LOC) অপারেশন সিঁদুরের প্রভাব এখনও পুরোপুরি মাপা খুব শীঘ্র বলে মন্তব্য করেন তিনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (General Upendra Dwivedi) শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর (Operation Sindoor) ১০ই মে যুদ্ধবিরতি দিয়ে শেষ হয়ে যায়নি। দিল্লিতে ‘অপারেশন সিঁদুর: বিফোর অ্যান্ড বিয়ন্ড’ নামক একটি বইয়ের উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুদ্ধের ঘোষিত অবসানের পরেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মিশন অব্যাহত ছিল।
সেনাপ্রধান বলেন, “আপনারা হয়তো ভাবছেন যে ১০ই মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তা নয়। এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, কারণ তখনও অনেক সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল। এর বাইরে অবশ্য আমি এখানে আর কিছু বলতে পারব না।”
লাইন অফ কন্ট্রোলে (LOC) অপারেশন সিঁদুরের প্রভাব এখনও পুরোপুরি মাপা খুব শীঘ্র বলে মন্তব্য করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ (Pakistan-sponsored terrorism) শেষ হয়নি এবং সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। পাহেলগাঁওতে (Pahalgam) সন্ত্রাসী হামলার পর কীভাবে একটি নিয়ন্ত্রিত প্রত্যুত্তর দেওয়া যায়, তা নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল বলে তিনি জানান।
জেনারেল দ্বিবেদী ব্যাখ্যা করেন যে, কখন অপারেশন শুরু করতে হবে, কখন থামাতে হবে এবং সময়, স্থান ও সম্পদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে – তা নিয়ে সেনাবাহিনীর (Indian Army) মধ্যে ক্রমাগত আলোচনা হত। তিনি যোগ করেন, “আমি ২২ ও ২৩শে এপ্রিল অনেক প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গেও কথা বলেছি। তাঁরা বেশ কিছু দারুন অপশন দিয়েছিলেন।”
সেনাবাহিনীর সমন্বয়ের প্রশংসা করে জেনারেল দ্বিবেদী বলেন, এই অপারেশনে সেনাবাহিনী “ছন্দময় তরঙ্গের” মতো এগিয়েছে। তিনি বলেন, “এই ৮৮ ঘন্টার মধ্যে পরিকল্পনা করে অর্ডার দেওয়ার মতো সময় কারও হাতে ছিল না। সবাই একসঙ্গে কাজ করেছিলেন এবং জানতেন কী করতে হবে।”