এবার থেকে কলকাতা শহরের সর্বত্র সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক, প্রথমেই রাখতে হবে বাঙালির মাতৃভাষাকে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: কলকাতার প্রতিটি দোকান থেকে অফিস, কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে এবার থেকে বাংলাই হবে প্রধান ভাষা। পুরসভার কমিশনার ধবল জৈনের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে। বলা হয়েছে, সাইনবোর্ডের একেবারে উপরে বাংলায় সংস্থা, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। নীচে বা পাশে প্রয়োজন অনুযায়ী অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে, কিন্তু বাংলার স্থান হবে প্রথমেই।
উল্লেখ্য, এর আগেও সরকারি দপ্তরের সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। কলকাতা পুরসভার অধিবেশনেও অলিখিত ভাবে জানানো হয়েছিল। এবার প্রশাসন সার্কুলার জারি করল। পুরসভা থেকে প্রকাশিত যেকোনও ধরনের নথিতে বাংলা ভাষার ব্যবহার বেশি করে করার কথা ভাবা হচ্ছে। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় পুর অধিবেশনের যাবতীয় কাজকর্ম বাংলা ভাষাতেই করার পক্ষে জোর দিয়েছেন।
ব্যবসায়ীদের ও প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না-করলে প্রয়োজনে পদক্ষেপও করা হবে। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি কলকাতার রাস্তাঘাট, বাজার, অফিস, শপিং কমপ্লেক্সগুলির সাইনবোর্ডে বাংলা ভাষার উপস্থিতি আরও জোরালোভাবে ধরা পড়বে। এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে নানা মহল।