Weather Update: দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে আজ ও মঙ্গলবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে দু’দিন পর কিছুটা নামতে পারে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় আজ থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।