Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনই সাতসকালে মেট্রো বিভ্রাট

আবারও মেট্রো বিভ্রাট! সপ্তাহের প্রথম দিনেই ফের নাজেহাল হলেন নিত্যযাত্রীরা।

September 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: আবারও মেট্রো বিভ্রাট! সপ্তাহের প্রথম দিনেই ফের নাজেহাল হলেন নিত্যযাত্রীরা। সোমবার সকালে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়ার পথে মহানায়ক উত্তমকুমার বা টালিগঞ্জ স্টেশনের পর আর মেট্রো চলছে না। টালিগঞ্জে নামিয়ে দেওয়া হয়েছে সকল যাত্রীকে।
শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকে তা জানিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের।

জানা গিয়েছে, কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে গিয়েছে। ফলে মহানায়ক উত্তমকুমার স্টেশনের পর আর মেট্রো চলছে না। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে। সোমবার সকাল ৮টা ৪৮ মিনিটে টালিগঞ্জ স্টেশনে এই ঘোষণা করা হয়। দক্ষিণেশ্বরের দিকের মেট্রোও ছাড়ছে টালিগঞ্জ থেকে। স্টেশনে স্টেশনে দীর্ঘক্ষণ মেট্রো দাঁড়িয়ে রয়েছে। ময়দানে দাঁড়িয়ে থাকা একটি মেট্রোয় ঘোষণা করা হয়, সিগন্যাল না-থাকায় মেট্রো আপাতত দাঁড়িয়ে থাকবে।

নিত্যদিন কলকাতা মেট্রোয় যাত্রীদুর্ভোগ লেগেই রয়েছে। কবি সুভাষ স্টেশনে পিলারে ফাটল দেখা যাওয়ায়, ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। শহিদ ক্ষুদিরাম অবধি এখন পরিষেবা মিলছে। রোজই যাত্রীরা কিছু না কিছু অভিযোগ করছেন। নয়া তিনটি রুট চালু হওয়ার পর ব্লু লাইনের দুর্ভোগ বেড়েছে। কিছুতেই যেন সমস্যা মিটছে না কলকাতার লাইফ লাইনের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen