প্রয়াত ‘দ্য টেলিগ্রাফ’-এর সম্পাদক সঙ্কর্ষণ ঠাকুর
সাংবাদিকতা জগতে তিনি চার দশকেরও বেশি সময় ধরে অমুল্য অবদান রেখেছেন। তিনি ১৯৮৪ সালে ‘সানডে’ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৭: ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’-এর সম্পাদক সঙ্কর্ষণ ঠাকুর আজ সকালে পরলোক গমন করেছেন। তিনি ২০২৩ সালে এই দৈনিকের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে তিনি ‘দ্য টেলিগ্রাফ’-এর জাতীয় বিষয়ক সম্পাদক ছিলেন।
সাংবাদিকতা জগতে তিনি চার দশকেরও বেশি সময় ধরে অমুল্য অবদান রেখেছেন। তিনি ১৯৮৪ সালে ‘সানডে’ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন। বিহার ও কাশ্মীরের বিষয়ে ‘অথরিটি’ ছিলেন সঙ্কর্ষণ।
সাংবাদিকতায় অনবদ্য অবদানের জন্য তিনি ২০০১ সালে ‘প্রেম ভাটিয়া’ পুরস্কারে ভূষিত হন। ২০০৩ সালে, তিনি কাশ্মীর নিয়ে একটি বই লেখার জন্য ‘আপ্পান মেনন ফেলোশিপ’ লাভ করেন। লেখক হিসেবেও তিনি একই রকম সুপরিচিত। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের উপর তিনি লিখেছেন ‘দ্য মেকিং অব লালু যাদব, দ্য আনমেকিং অফ বিহার’। এছাড়াও, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি জীবনীও তিনি রচনা করেছেন, যার নাম ‘সিঙ্গল ম্যান: দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ নীতীশ কুমার অফ বিহার’।
সাংবাদিকতার আকাশের এই উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায় ‘দৃষ্টিভঙ্গি’।