শিক্ষাঙ্গনেও ধর্মীয় মেরুকরণ! Durgapur NIT ক্যাম্পাসে পুরীর শঙ্করাচার্যের দীক্ষা কর্মসূচিকে ঘিরে বিতর্ক
আগামী ১১ সেপ্টেম্বর দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দর্শন ও দীক্ষা দেবেন
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:১০: শিক্ষাক্ষেত্রে ধর্মীয় মেরুকরণের অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ক্যাম্পাসে আয়োজিত দুইদিনের অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। প্রথম দিনে তিনি যুবশক্তির মধ্যে বৈদিক জ্ঞান প্রচার করবেন, দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দর্শন ও দীক্ষা দেবেন। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
NIT দুর্গাপুরের ডিরেক্টর অরবিন্দ চৌবে জানিয়েছেন, “এই কর্মসূচি আমাদের তরফ থেকে নয়, আয়োজিত হয়েছে অন্য পক্ষ থেকে। শঙ্করাচার্য মহারাজ যুবশক্তিকে জ্ঞান প্রদান করবেন। কেউ যদি তাঁর কাছে কিছু জানতে চান, জানাতে পারবেন। কেউ দীক্ষা নিতে চাইলে নিতে পারবেন। মানসিক অবসাদে ভোগা তরুণদের জন্য তিনি জ্ঞান দেবেন। যুবশক্তি কোনও ধর্মের হয় না।”
তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় এই কর্মসূচিকে সরাসরি ‘ধর্মীয় মেরুকরণ’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, “আরএসএস-এর মতাদর্শে শিক্ষাঙ্গনে ধর্মীয় বার্তা ছড়ানো হচ্ছে। এবিভিপি-র সোশ্যাল মিডিয়াতেও ধর্মীয় প্রচার দেখা যায়। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব।”