টার্গেট ২৬শের ভোট, মতুয়া সমর্থন বাড়াতে বনগাঁ নেতৃত্বকে কী ‘গাইডলাইন’ অভিষেকের?

মতুয়া অধ্যুষিত বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে সোমবার বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

September 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৫০: টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন। মতুয়া অধ্যুষিত বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে সোমবার বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মতুয়া ভোটব্যাঙ্ককে ঘিরে দলের গাইডলাইন বেঁধে দিলেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, অভিষেক জানিয়েছেন, ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ পারিবারিক কোন্দলে দল কোনওভাবেই জড়াবে না। মতুয়া সমর্থন পেতে দলের নির্ধারিত ‘লাইন’ মেনেই প্রচার চালাতে হবে নেতাদের।

ঠাকুরবাড়ির কোন্দল নতুন নয়। একদিকে রয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ও তাঁর কন্যা বিধায়ক মধুপর্ণা ঠাকুর। সম্প্রতি গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের সঙ্গে শান্তনুর অনুগামীদের সংঘাতের পর সুব্রত মমতাবালার সঙ্গে যোগাযোগ করেন। সেই থেকেই জল্পনা, তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও মমতাবালা জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ইস্যুতে বিজেপির প্রচারকে ভোঁতা করতে পাল্টা বার্তা দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, বাংলাভাষী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে যে ভাবে আক্রমণ হচ্ছে, তা তুলে ধরতে হবে প্রচারে। জনসংযোগ বাড়াতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে সক্রিয় থাকতে বলা হয়েছে নেতাদের।

ক্যামাক স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সূত্রের খবর, জেলা নেতৃত্বের মধ্যে বোঝাপড়া মসৃণ করতে বার্তা দিয়েছেন অভিষেক। পাশাপাশি, কয়েকটি ব্লকে নেতৃত্ব বদলের সম্ভাবনার কথাও উঠে এসেছে।

বনগাঁ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের সাংগঠনিক জেলায় রয়েছে পাঁচটি। এর মধ্যে কেবল স্বরূপনগরেই তৃণমূল এগিয়ে। ফলে আসন্ন নির্বাচনে লড়াই যে কঠিন, তা জানেন দলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের নেতারা মনে করছেন, মতুয়া সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং সাংগঠনিক শক্তি, সব মিলিয়ে বনগাঁয় বিজেপির সঙ্গে লড়াই কঠিন হলেও জয় অসম্ভব নয়। তাই ২০২৬-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, অভিষেকের নির্দেশ মেনে সংগঠন সাজাতে ব্যস্ত ঘাসফুল শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen