এক সপ্তাহে ৪০ হাজার আবেদন! রাজ্যজুড়ে সাড়া ফেলেছে মমতার ‘শ্রমশ্রী’ প্রকল্প
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পে, ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকেরা (Bengali Migrant Worker) এককালীন ৫,০০০ টাকা পাবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.১০: ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের নতুন উদ্যোগ ‘শ্রমশ্রী’ প্রকল্পে (Shramashree scheme) শুরুতেই ব্যাপক সাড়া মিলল। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজার আবেদন জমা পড়েছে নবান্নের নতুন পোর্টালে। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে অফলাইনে আবেদন জমা পড়ছিল, তবে গত সোমবার অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে মাত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত এই প্রকল্পে, ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকেরা (Bengali Migrant Worker) এককালীন ৫,০০০ টাকা পাবেন। পাশাপাশি নতুন কাজ না পাওয়া পর্যন্ত টানা ১২ মাস প্রতি মাসে আরও ৫,০০০ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য। সরকারি হিসাবে, পশ্চিমবঙ্গের প্রায় ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক ভিনরাজ্যে কর্মরত। তাঁদের মধ্যেই প্রথম সপ্তাহে ৪০ হাজার জন ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। জেলার হিসেবে মুর্শিদাবাদ এবং মালদহে আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি।
নবান্ন (Nabanna) জানিয়েছে, আবেদনকারীদের তালিকা যাচাই-বাছাই করেই চূড়ান্ত করা হবে। ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কর্ম-সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেই এই আর্থিক সাহায্য পৌঁছবে শ্রমিকদের কাছে। যাঁরা আগে ‘কর্মশ্রী’ পোর্টালে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁরা যেমন এই প্রকল্পে আবেদন করতে পারবেন, তেমনই নতুন আবেদনকারীরাও সুযোগ পাবেন। ‘শ্রমশ্রী’তে শেষ পর্যন্ত কত জন নাম লেখান, তা এখনই বলা সম্ভব নয়। তবে প্রথম সপ্তাহের সাড়াই ইঙ্গিত দিচ্ছে, রাজ্যের নতুন উদ্যোগে ভরসা রাখছেন অনেক পরিযায়ী শ্রমিক (Migrant Workers)।