পুজোর আগেই বঙ্গ BJP-তে রদবদল! ছাঁটাই হবেন কারা?
দে টিকে থাকতে বর্তমান পদাধিকারীদের অনেকেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দিল্লির পর্যবেক্ষকদের সঙ্গেও আলাদা করে দেখা করেছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩৬: মহালয়ার (Mahalaya) পরদিন দুর্গাপুজোর উদ্বোধন করতে বঙ্গে আসছেন অমিত শাহের। তার আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করতে পারেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির (Bengal BJP) নতুন টিম যাতে শাহের সঙ্গে বৈঠকে বসতে পারেন সে চেষ্টাও চলছে।
নতুন রাজ্য কমিটির পদাধিকারী হিসাবে কারা থাকবেন, কারা বাদ পড়বেন তা নিয়েও জল্পনার অন্ত নেই। পদে টিকে থাকতে বর্তমান পদাধিকারীদের অনেকেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দিল্লির পর্যবেক্ষকদের সঙ্গেও আলাদা করে দেখা করেছেন। সভাপতির পরই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। শোনা যাচ্ছে, সাধারণ সম্পাদক পদ থেকে তিনজনকে বাদ দেওয়া হবে। এই মুহূর্তে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পদে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। এঁদের মধ্যে তিনজন নতুন কমিটি থেকে বাদ পড়তে পারেন। অন্দরের খবর, দলের সহ-সভাপতি ও সম্পাদক পদ থেকেও একাধিক নাম বাদ পড়তে চলেছে। নতুন কমিটিতে বহু আদি নেতা ঠাঁই পেতে পারেন।
অন্যদিকে, ১০জন জেলা সভাপতিকে আবারও বদল করা হচ্ছে বলেও খবর। সুকান্ত আমলে অধিকাংশ জেলা সভাপতি নির্বাচন হয়ে গিয়েছিল। শমীক দায়িত্ব নেওয়ার পর বাকি থাকা চারটি জেলার সভাপতি নির্বাচিত করা হয়। ৪৩টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়ে গেলেও ১০জন জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল শমীক ভট্টাচার্যর কাছে। অভিযোগ খতিয়ে দেখা হয়ে গিয়েছে। পুজোর পরই দশ জেলায় সভাপতি বদল হতে চলেছে। এই মর্মে শীর্ষ নেতৃত্বের অনুমতিও চাওয়া হয়েছে বলে খবর।