ছাত্র-যুব বিদ্রোহে উত্তাল নেপাল, বিবৃতিতে কী জানাল ভারতের বিদেশ মন্ত্রক?
নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নেপাল প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে।”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২৫: ছাত্র-যুবদের বিদ্রোহে উত্তাল নেপাল (Nepal)। এই বিষয়ে মঙ্গলবার সকালে ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করেছে। নেপালে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। নেপালকে ‘ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী’ বলে উল্লেখ করে সেদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, ভারত আশাবাদী আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান হবে।
বিবৃতিতে ভারত জানিয়েছে, “গতকাল থেকে নেপালের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখা হয়েছে। বহু তরতাজা প্রাণের মৃত্যুতে ভারত গভীরভাবে দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি ভারত সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।” নেপালে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে নয়াদিল্লি বলেছে, “কর্তৃপক্ষ কাঠমান্ডু (Kathmandu) এবং আরও কয়েকটি শহরে কার্ফু জারি করেছেন। নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নেপাল প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে।”
নেপাল সরকার সম্প্রতি ফেসবুক, হোয়াট্সঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে প্রতিবাদে নামেন ছাত্র-যুবরা। পরিস্থিতি ক্রমশ পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোমবার রাত (ভারতীয় সময়) পর্যন্ত পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়। ‘কাঠমান্ডু পোস্ট’-র প্রতিবেদন অনুযায়ী, ২৫০ জনের বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।