নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য কন্ট্রোল রুম চালু দার্জিলিং পুলিশের

প্রতিরক্ষা মন্ত্রক ‘হাই অ্যালার্ট’ জারি করেছে। আজ, সকাল থেকেই নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে। ডগ স্কোয়াড রয়েছে।

September 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: ছাত্র-যুব আন্দোলনে উত্তাল নেপাল। ভারতের পড়শি রাষ্ট্রের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। ইন্দো-নেপাল সীমান্তের অবস্থা থমথমে। কোনওরকম ঝুঁকি না-নিয়ে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা আঁটসাট করা হয়েছে। রীতিমতো সীমান্তে দ্বিগুন করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। আটকে থাকা ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে দার্জিলিং জেলা পুলিশ।

প্রতিরক্ষা মন্ত্রক ‘হাই অ্যালার্ট’ জারি করেছে। আজ, সকাল থেকেই নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে। ডগ স্কোয়াড রয়েছে। ভারতের প্রায় শতাধিক ট্রাকচালক নেপাল সীমান্তে আটকে আছেন। অনেক পর্যটকও আটকে পড়েছেন। আটকে থাকা ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে দার্জিলিং পুলিশ।

দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানান, সীমান্তে নাকা তল্লাশি শুরু হয়েছে। তাঁরা সতর্ক রয়েছেন। নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। SSB-ও সতর্ক রয়েছে। নেপালে কোনও ভারতীয় সমস্যায় পড়লে দার্জিলিং জেলা পুলিশের হেল্পলাইনে ফোন করলে যথাসম্ভব সাহায্য করা হবে। যত দ্রুত সম্ভব নেপাল ছেড়ে দেশে ফিরে আসতে চাইছেন আটকে থাকা ভারতীয়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen