হিডকোর নতুন চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য, দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (HIDCO)-এর চেয়ারম্যান পদে বসানো হল অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:০৮: রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (HIDCO)-এর চেয়ারম্যান পদে বসানো হল অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে নবান্ন থেকে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। কয়েক দিনের মধ্যেই চন্দ্রিমা আনুষ্ঠানিকভাবে হিডকো ভবনে গিয়ে দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন, ‘‘আমায় এর জন্য উপযুক্ত মনে করেছেন মুখ্যমন্ত্রী। সে জন্য আমি কৃতজ্ঞ। জান-প্রাণ দিয়ে এই দায়িত্ব পালন করব।’’
উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থ ও স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে বাজেট পেশের দায়িত্বও তাঁর হাতেই থাকে। পাশাপাশি তিনি মহিলা তৃণমূলের সভানেত্রী। সেই তালিকায় এবার যুক্ত হল হিডকোর চেয়ারম্যান পদও।
প্রসঙ্গত, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ২০২১ সাল থেকে হিডকোর চেয়ারম্যান ছিলেন। কিন্তু গত ডিসেম্বরে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে তাঁকে সেই পদ থেকে সরানো হয়। তার পর থেকে হিডকোর দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার নবান্নের নির্দেশে সেই দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমাকে।