SIR-এ আধার সংযুক্তি: সুপ্রিম রায়ের পর ভোটার কার্ডকেও নথি হিসেবে মান্যতার দাবি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের ইতিহাসে ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবি এক বড় অধ্যায়।

September 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের ইতিহাসে ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবি এক বড় অধ্যায়। বর্তমানের সচিত্র ভোটার কার্ডকে তাঁর আন্দোলনের অন্যতম সাফল্য হিসেবেই ধরা হয়। আর সেই আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) এবার দাবি তুললেন, আধারের মতো ভোটার কার্ডকেও স্পেশাল সামারি রিভিশন (SIR)-এ প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিতে হবে।

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারের চলতি এসআইআরে আধারকে (Aadhar Card)১২তম নথি হিসেবে যুক্ত করতে হবে। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন,
“ভোটার কার্ড অবশ্যই একটি পরিচয়পত্র। তাই আমি মনে করি, এটিও এসআইআরে অন্তর্ভুক্ত হোক।”

শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, আধার নাগরিকত্ব প্রমাণ করে না বটে, তবে এটি সরকার স্বীকৃত পরিচয়পত্র। সেই সূত্রেই মমতার বক্তব্য, দেশে ভোট দেওয়ার একমাত্র প্রমাণ ভোটার কার্ড। তাহলে সেটিকে প্রামাণ্য নথি হিসেবে মানতে অসুবিধা কোথায়?

রাজনৈতিক মহলের মতে, মমতার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এসআইআরের প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচনের আগে তড়িঘড়ি করে এসআইআর চালু করে বিজেপি প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এসআইআরের বিরুদ্ধে। তিনজন প্রাক্তন নির্বাচন কমিশনার বলেছেন, এসআইআর করতে অন্তত তিন-চার বছর সময় লাগে। এটা কখনও ২-৩ মাসে হয় না।”

তৃণমূলনেত্রীর আশঙ্কা, বাংলায় এসআইআর চালুর চেষ্টা হলে বৃহত্তর আন্দোলনে নামবে তাঁর দল। রাজনৈতিক মহল মনে করছে, মমতার এই নতুন দাবি এসআইআর নিয়ে চলা বিতর্কে আরও মাত্রা যোগ করল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen