দুর্ঘটনায় ক্ষতিপূরণে স্বচ্ছতা, দালালরাজ শেষ করতে রাজ্যে চালু হচ্ছে পোর্টাল

পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের টাকা পেতে এতদিন ভুগতে হত সাধারণ মানুষকে। কখনও অজস্র দৌড়ঝাঁপ, কখনও দালাল চক্রের হাতে কাটমানি দিয়ে তবে মিলত সুরাহা।

September 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের টাকা পেতে এতদিন ভুগতে হত সাধারণ মানুষকে। কখনও অজস্র দৌড়ঝাঁপ, কখনও দালাল চক্রের হাতে কাটমানি দিয়ে তবে মিলত সুরাহা। এবার সেই দালালরাজে টান পড়তে চলেছে। রাজ্যে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডেটা বেস (আই-রাড) ও ই-ডিটেইলড অ্যাক্সিডেন্ট রিপোর্ট পোর্টাল (ই-ডার)।

এই দুটি পোর্টালের মাধ্যমে দুর্ঘটনার পরপরই পুলিশ রিয়েল টাইমে তথ্য আপলোড করবে। আদালত সেই তথ্য দেখেই ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করবে। ফলে আর কোনও ‘মধ্যস্থতা’ নয়, সরাসরি আদালতের তত্ত্বাবধানে দুর্ঘটনাগ্রস্ত পরিবার হাতে পাবে প্রাপ্য টাকা।

সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আই-রাড পোর্টালে দুর্ঘটনার তথ্য রেকর্ড করতে হবে পুলিশ, পরিবহণ দফতর, হাসপাতাল ও হাইওয়ের মতো চারটি সংস্থাকে। এই ডেটা বিশ্লেষণ করবে আইআইটির বিশেষজ্ঞ দল, যাতে বোঝা যায় বারবার একই জায়গায় দুর্ঘটনা হচ্ছে কি না, রাস্তার কোনও ত্রুটি রয়েছে কি না, কিংবা নির্দিষ্ট যানবাহনের সমস্যা আছে কি না। পথচারীর গাফিলতিও এ তালিকার অংশ হবে। বিশ্লেষণের ভিত্তিতে দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেবে সরকার।

অন্যদিকে, ই-ডার পোর্টালে দুর্ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত তথ্য বিশদে আপলোড করা হবে, যা সরাসরি আদালতের সঙ্গে যুক্ত। এতে আহত বা নিহত ব্যক্তির নথির পাশাপাশি বিমা সংস্থার তথ্যও থাকবে। আদালত সেগুলি দেখে পরিবারের সদস্য ও বিমা সংস্থাকে ডেকে শুনানি করবে। তারপর ক্ষতিপূরণের পরিমাণ ঠিক করে সরাসরি পরিবারের হাতে তুলে দেওয়া হবে টাকা।

রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, এতদিন ক্ষতিপূরণের টাকা পেতে কালঘাম ছুটত পরিবারের। অজ্ঞতার সুযোগ নিয়ে সক্রিয় ছিল দালাল চক্র। নিহত বা আহতের পরিবারকে ৬০ শতাংশ টাকা দিয়ে বাকি অংশ হাতিয়ে নিত তারা। অনেক ক্ষেত্রে ভুয়ো নথি জমা দিয়ে টাকা তোলার অভিযোগও মিলেছে। নতুন ব্যবস্থায় সেই জালিয়াতির পথ কার্যত বন্ধ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen