থমথমে নেপাল, Indo-Nepal border দিয়ে বুধবার সকাল থেকে দেশে ফিরছেন ভারতীয়রা

Gen Z বিদ্রোহে উত্তাল নেপাল। ইতিমধ্যেই পড়ে গিয়েছে নেপালের সরকার।

September 10, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: Gen Z বিদ্রোহে উত্তাল নেপাল। ইতিমধ্যেই পড়ে গিয়েছে নেপালের সরকার। অন্যদিকে, অনেক ভারতীয় এখনও আটকে রয়েছেন সে দেশে। আজ, বুধবার সকাল থেকে ভারত-নেপাল সীমান্ত (Indo-Nepal border) দিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে ভারত-নেপাল সীমান্তে বাংলার পানিট্যাঙ্কি (Panitanki), উত্তরপ্রদেশের সনৌলি, মহারাজাগঞ্জ দিয়ে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সীমা সুরক্ষা বল (SSB)। কেউ বেড়াতে, কেউ কেউ ব্যবসার কাজে নেপালে গিয়ে আটকে পড়েছিলেন। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র যাচাই করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকে। অন্যদিকে, যে নেপালি নাগরিকরা ভারতে ছিলেন তাঁদের জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত কাজেই নেপাল যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি দিয়ে ভারতের ফিরে আসা অসমের বাসিন্দারা বলছেন, নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। প্রাণ নিয়ে দেশে ফেরাই তাঁদের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল। দেশে ফিরতে পেরে তাঁরা খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen