টার্গেট GST-র প্রচার, পুজোর আগেই বঙ্গসফরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
দুর্গাপুজো ও কালীপুজো মিটে গেলে বড় রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে বিজেপি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: আগামী সপ্তাহে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ১৮ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবেন দেশের অর্থমন্ত্রী। জিএসটি (GST) নিয়ে কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্ত ও তার সুফল আম জনতার কাছে তুলে ধরাই অর্থমন্ত্রীর বঙ্গ সফরের মূল উদ্দেশ।
কর-সংস্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে, এই মর্মে
NDA-র বৈঠকে সম্প্রতি মোদী ( Narendra Modi) সব সাংসদদের নির্দেশ দিয়েছেন। GST-র নয়া হার মানুষের চাপ কীভাবে কমিয়েছে তা জনগণকে জানাতে হবে। সেই নির্দেশ অনুযায়ী নির্মলা সীতারমন রাজ্যে রাজ্যে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বার্তা পৌঁছে দেবেন। তাঁর সফরের তালিকায় উপরের দিকে বাংলার রয়েছে। কারণ বছর ঘুরলেই বাংলায় ভোট।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি নজরে এখন বাংলার বিধানসভা নির্বাচন। দুর্গাপুজো ও কালীপুজো মিটে গেলে বড় রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে বিজেপি। ভোট আসছে, ফলে বাংলায় কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে। মোদী আসছেন বঙ্গে। চলতি মাসেই বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও বাংলায় আসার পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, অর্থমন্ত্রীর পরই রাজ্যে আসবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারের জিএসটি স্ল্যাব থাকছে না। ৫ শতাংশ, ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে জিএসটি স্ল্যাব থাকছে। স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিয়েছে কেন্দ্র।