Vice President Election Results: ‘একেকটা ভোট কিনতে ১৫-২০ কোটি’, বিক্রিত INDIA ব্লকের কেউ কেউ: বিস্ফোরক অভিষেক

September 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:২২: দেশের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল (Vice President Election Result) প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ (C. P. Radhakrishnan) ৪৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA) প্রার্থী বি. সুদর্শন রেড্ডিকে (B. Sudershan Reddy) হারিয়ে। এই ফলাফল দেখে অনেকেই ‘ক্রস ভোটিং’-এর (Cross Voting) সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যাখ্যা আরও বিস্ফোরক।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “একেকটা ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি।” তাঁর দাবি, কয়েকটি দলের সাংসদ সরাসরি বিজেপিকে (BJP) সমর্থন করেছেন। “আমি ৪-৫ জনের সঙ্গে কথা বলে বুঝেছি, কীভাবে টাকার বিনিময়ে ভোট কেনা হয়েছে। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, কিন্তু জনতা বিক্রি হয় না।”

তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সব সাংসদ- লোকসভায় ২৮ জন এবং রাজ্যসভায় ১৩ জন (নুরুল ইসলাম প্রয়াত)-মোট ৪১ জন সদস্যই তাঁদের প্রার্থী বি. সুদর্শন রেড্ডিকে ভোট দিয়েছেন। অসুস্থ থাকা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) ও সৌগত রায় (Saugata Roy) ভোট দিতে উপস্থিত ছিলেন।

অভিষেক আরও বলেন, “ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে – এটা বলা মুশকিল।” তাঁর মতে, দুটি সম্ভাবনা রয়েছে: এক, সমান ভাগে ভোট পড়েছে এবং কিছু সাংসদ ক্রস ভোট করেছেন। দুই, বিরোধীরা যদি ৩১৫টি ভোট দিয়ে থাকেন, তাহলে ১৫টি ভোট বাতিল হয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ – সব জায়গায় টাকার খেলা খেলেছে বিজেপি (BJP)। সরকার ফেলে দেওয়ার জন্য বিধায়ক কেনাবেচা হয়েছে। মানুষের উন্নয়ন নয়, ক্ষমতা দখলই বিজেপির উদ্দেশ্য।”

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনে ১৫টি বাতিল ভোট ঘিরে ঘনীভূত রহস্য, সন্দেহের তীর কার দিকে?

নেপালের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে অভিষেক বলেন, “আমরা সবসময় শান্তির পক্ষে। চাই যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরুক।” তবে তিনি স্পষ্ট করেন, এটি কেন্দ্রীয় সরকারের বিষয়, এবং দেশের সীমান্ত, নিরাপত্তা বা সার্বভৌমত্বের প্রশ্নে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করবে।

বাংলায় SIR (Special Identification Revision) প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি। সুপ্রিম কোর্টে তারা হেরে গিয়েছে।” তাঁর মতে, যদি ভোটার তালিকা অবৈধ হয়, তবে বর্তমান সরকারও অবৈধ। সেই পরিস্থিতিতে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে SIR করতে হবে।

সিএএ (CAA), এনআরসি (NRC), নোট বাতিল ও কৃষি আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, “সিএএ এনেছিলেন, বলেছিলেন নাগরিকত্ব দেবেন। বাস্তবে কতজনকে দিয়েছেন? কৃষি আইন পাশ করে ৭০০ কৃষককে আত্মহত্যায় বাধ্য করেছেন।”

মণিপুরের দীর্ঘ অস্থিরতা নিয়ে তিনি বলেন, “২-২.৫ বছর ধরে মণিপুর জ্বলছে, আর প্রধানমন্ত্রী যাচ্ছেন এখন! দায়িত্ব ছিল অনেক আগেই সেখানে যাওয়া। আগামী নির্বাচনে মানুষ তার জবাব দেবে।”

শেষে অভিষেক বলেন, “১৫টি ভোট বাতিল হয়েছে, এগুলো INDIA ব্লকের ছিল কি না, তা নিয়ে জল্পনা আছে। কেউ কেউ মুখে বিরোধী জোটে থেকেও ভেতরে ভেতরে বিজেপিকে সমর্থন করেছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen