অক্টোবরেই দেশজুড়ে SIR: নির্বাচন কমিশনের নির্দেশে চূড়ান্ত প্রস্তুতি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে অক্টোবর মাসেই। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে বৈঠকে বসে এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে প্রস্তুতি সম্পূর্ণ করতে বলা হয়েছে।
বিহারে ইতিমধ্যেই SIR প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। অন্যান্য রাজ্যগুলির প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত একাধিক মামলা চলায় আইনি দিকও আলোচনায় উঠে আসে।
বিহারের ক্ষেত্রে কমিশন ১১টি নথির তালিকা দিয়েছিল, যার মধ্যে পরে আধার কার্ডও যুক্ত হয়। তবে কমিশন ও সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, আধার শুধুমাত্র পরিচয়পত্র – নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে শুধুমাত্র আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম উঠবে না, এমন সম্ভাবনাও রয়েছে।
বাংলায় SIR হলে ২০০২ সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে। ২০০২ সালের পর যাঁদের নাম উঠেছে, তাঁদের নথি দেখাতে হতে পারে। অভিভাবকের নাম ২০০২ সালের তালিকায় থাকলে আলাদা নথি লাগবে না, না থাকলে অভিভাবকের নথিও জমা দিতে হতে পারে। কমিশনের নির্দেশের পর রাজ্যগুলিতে SIR নিয়ে প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হলে তা রুখে দেওয়া হবে। দলীয় সূত্রে জানানো হয়েছে, ভোটারদের অধিকার রক্ষায় তারা সক্রিয় থাকবে।