নেপালে আটকে পর্যটকদের সহায়তায় Help line নম্বর চালু করল রাজ্য পুলিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়, বিশেষ করে বাঙালি পর্যটকদের জন্য এগিয়ে এল রাজ্য পুলিশ। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নেপাল থেকে দেশে ফিরতে চাইলে পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট ব্যবহার করা যাবে। আর কোনও পর্যটক বা তাঁদের পরিবার সমস্যায় পড়লে সরাসরি ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশের তরফে অফিসিয়াল X হ্যান্ডেলে জানানো হয়েছে, মোবাইল নম্বর ৯১৪৭৮৮৯০৭৮-এ ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। এছাড়া ল্যান্ডলাইন নম্বর ০৩৫৪-২২৫২০৫৭-ও চালু করা হয়েছে।
প্রসঙ্গত, কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আগেই সামনে এসেছিল। তার উপর সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করায় ক্ষোভে ফেটে পড়েছে নেপালের তরুণ প্রজন্ম। আন্দোলন রুখতে কারফিউ জারি করলেও রাস্তায় নেমে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলছেন। সেনা নামানো হয়েছে। এখনও পর্যন্ত গুলিতে ২২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২৫০ জন।
এই পরিস্থিতিতে নেপালে বেড়াতে যাওয়া বহু ভারতীয় পর্যটক আতঙ্কিত হয়ে পড়েছেন। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিলও নেপালে আটকে রয়েছেন। তিনি ভারতীয় দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হোক।
সূত্রের খবর, আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করেছে। নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান পাঠানো হতে পারে উদ্ধার কাজে।