SIR: নথি হিসাবে গৃহীত হোক স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড! মুখ্যসচিবের আর্জির প্রেক্ষিতে কী জানাল কমিশন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: বিহারে SIR মামলায় (Bihar SIR) সম্প্রতি বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দেশ দেওয়া হয়, ১২তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে (ECI)। সেই প্রেক্ষিতে এবার বাংলার CEO-র কাছে বিশেষ আর্জি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব। বলেছিলেন, স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi), রেশন কার্ডও (Ration Card) পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হোক। সূত্রের খবর, CEO-কে হোয়াটসঅ্যাপ বার্তায় এই মর্মে আর্জি জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
যদিও মুখ্যসচিবের আবেদন গৃহীত হয়নি। জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১২টি নথিই গ্রহণ করা হবে। আরও কোনও নথি গ্রহণযোগ্য নয়। সাফ কথায়, রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, পুজোর পরই দেশজুড়ে শুরু হতে পারে SIR। জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) নির্দেশ দিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে SIR-র প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন। সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করতে হবে। দেশজুড়ে একই সঙ্গে এই প্রক্রিয়া চালু হবে না-কি যেসব রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট রয়েছে, সেখানে আগে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, পাঁচ রাজ্য বাংলা, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে আগামী বছর বিধানসভা ভোট, ফলে এই রাজ্যগুলিতে SIR আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল।