আবারও মেট্রো বিভ্রাট, শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার অবধি বন্ধ রইল পরিষেবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: কলকাতায় (Kolkata Metro) আবারও মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে বৃহস্পতিবার দুপুরে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়েছিল দীর্ঘক্ষণ। সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই অংশে পরিষেবা ব্যাহত হয়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে বলেই খবর। পরিস্থিতি সামাল দিতে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত আলাদা মেট্রো চালানো হয়।
অভিযোগ, হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। বিকল্প পথে বাস বা অটো ধরতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার মেট্রো পরিষেবা বিপর্যয়ের ঘটনায় ভূমিকায় ক্ষুব্ধ যাত্রীরা। পরিষেবার মানোন্নয়নের পরিবর্তে ক্রমে নিম্নমুখী হচ্ছে। পিলারে ফাটল ধরায় কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। পরিষেবা মিলছে শহিদ ক্ষুদিরাম অবধি। অন্যদিকে, নয়া তিনটি রুটের উদ্বোধনের পর থেকেই ব্লু লাইনের চাপ বাড়ছে। মেট্রো পরিষেবা সময় মতো মিলছে না।