কলকাতা লিগে দাপুটে জয় ইস্টবেঙ্গলের, সুপার সিক্সের ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল মশাল ব্রিগেড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫১: মরশুমের প্রথম ঘরের মাঠে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে আজ মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দাপট দেখাল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার শক্তিশালী ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ৩-০ গোলে দুরন্ত জয় তুলে নিল বিনো জর্জের ছেলেরা।
এদিন চোট এবং কার্ড সমস্যার কারণে দলে ছিলেন না অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ও দেবজিৎ মজুমদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। ম্যাচের শুরু থেকেই আজ মাঠে ছিলেন পিভি বিষ্ণু, ডেভিড এবং নসিব রহমানরা, এবং তাদের অসাধারন পারফরমেন্সে আজকের জয় নিশ্চিত করলো ইস্টবেঙ্গল। এর ফলে লিগ চ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলো লাল হলুদ।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল সমান তালে লড়াই। প্রথম ৩০ মিনিটে বেশ কিছু দারুণ সুযোগ নষ্ট হয়। ২৯ মিনিটে ইউনাইটেড কলকাতার সমীর বায়েন গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন,লাল-হলুদ গোলকিপার গৌরবের দুরন্ত সেভ গোল হওয়া থেকে বাঁচায়। এর কিছু পর লালা হলুদের বিষ্ণুও একটি সহজ সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধের একদম শেষে আমন সিকের ভাসানো বল থেকে নসিব রহমানের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লাল – হলুদ খেলোয়াড়দের অন্য এক মেজাজে পাওয়া যায়। বহু চেষ্টার পরে ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান বাড়ান পিভি বিষ্ণু। এক মিনিট পর মনোতোষ মাঝি গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। এরপর ক্রমাগত আক্রমণে ইউনাইটেড কলকাতার রক্ষণভাগকে ব্যস্ত রাখতে থাকে মশাল ব্রিগেড।
৬৮ মিনিটে মিজো প্লেয়ার গুইতের গোলে ব্যবধান ৩-০ করে বিনো জর্জের ছেলেরা। এই জয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দুর্দান্ত সূচনা করল লাল-হলুদ শিবির।