ফের ট্রাম্পের ‘শুল্ক বোমা’! ভারতের ওপর ১০০% শুল্ক চাপানোর আহ্বান মার্কিন প্রেসিডেন্টের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫১: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই বড়সড় চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার ওপর চাপ বাড়াতে এবার ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। এই প্রস্তাব তিনি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (EU) কাছে, যাতে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া যায়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে গিয়ে কার্যত ব্যর্থ হয়েছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনার পরও কোনও সমাধান আসেনি। এই হতাশার মধ্যেই ট্রাম্পের নতুন ‘শুল্ক সাজা’ প্রস্তাব সামনে এসেছে।
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারত ও চীন রাশিয়ার অপরিশোধিত তেলের প্রধান আমদানিকারক। এই দুই দেশের ওপর ১০০% শুল্ক চাপিয়ে রাশিয়ার রাজস্বের উৎস বন্ধ করতে চান ট্রাম্প। EU ও মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন তিনি।
মার্কিন আধিকারিকের মন্তব্য, “আমরা প্রস্তুত, কিন্তু ইউরোপীয় অংশীদারদের সম্মতি ছাড়া এই পদক্ষেপ সম্ভব নয়”, জানিয়েছেন এক সিনিয়র মার্কিন কর্মকর্তা।
এর আগে বাড়ানো হয়েছে মার্কিন শুল্ক। ভারতীয় পণ্যের ওপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। চীনা রপ্তানির ওপর শুল্ক ৩০% পর্যন্ত পৌঁছেছে। রাশিয়ার সঙ্গে তেল ও অস্ত্র কেনাবেচার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫% শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, “ভারত শুল্কের মহারাজা। যদি নয়াদিল্লি আলোচনায় না আসে, তাহলে ভারতের জন্য ভালো হবে না।” তিনি আরও বলেন, “বিশ্বের যেকোনও বড় দেশের তুলনায় ভারত সর্বোচ্চ শুল্ক আরোপ করে, যা মোকাবিলা করতেই হবে”।
ভারত এই প্রস্তাবকে “অবাস্তব ও অযৌক্তিক” বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়নও এই প্রস্তাবে আপাতত সাড়া দেয়নি, কারণ ভারত-EU ফ্রি ট্রেড চুক্তি নিয়ে আলোচনা চলছে।