Jadavpur University: ক্যাম্পাসের পুকুর থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০১:০০: আবারও বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চার নম্বর গেট সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে। জানা গিয়েছে, মৃত ছাত্রীটির বাড়ি বেলঘড়িয়ার নিমতায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন রাত প্রায় রাত ১০ টা ২০ নাগাদ বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান পড়ুয়া এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। ছাত্র ইউনিয়নের ঘরের পাশে থাকা পুকুরে ভেসে থাকতে অনামিকাকে দেখতে পান তাদেরই কেউ। পরে তাঁকে অচৈতন্য অবস্থায় জল থেকে তুলে আনা হয়। পরে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়েই যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ একাধিক অধ্যাপক হাসপাতালে ছুটে যান। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। পুলিশের প্রাথমিক অনুমান, ছাত্রী হয়তো নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়েছিলেন, যদিও ঘুমের ওষুধ খাওয়ার কথাও শোনা যাচ্ছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে। ছাত্রীর মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনার পর রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কিশলয় রায় ও তীর্থরাজ বর্ধন পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। তাঁদের প্রশ্ন, এত রাত পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো কেন?