টালিগঞ্জ থেকেই ফিরবে ৩২টি মেট্রো, পুজোর আগে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা

মেট্রো সূত্রে খবর, প্রতিদিন চলা ২৭২টি ট্রেনের মধ্যে ৩২টির যাত্রা শেষ হবে টালিগঞ্জেই। ব্যস্ত সময়ে প্রতি দুই ট্রেনের ফাঁক রাখার সিদ্ধান্ত হয়েছে পাঁচ মিনিট, অন্য সময়ে সাত মিনিট। এই নিয়ম মেনে চলার জন্যই এমন পদক্ষেপ বলে কর্তৃপক্ষের দাবি।
এছাড়া, মহানায়ক উত্তম কুমার স্টেশনের শেড সংস্কার, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সালের ব্যবস্থা, এবং কবি সুভাষ স্টেশনের মেরামতির কাজ একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাস, সমস্যাগুলি সমাধানে লাগাতার কাজ চলছে।
তবে বৃহস্পতিবারই আবার বিপত্তি ঘটে কবি সুভাষ স্টেশনের কাছে। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষের দিকে যাওয়া একটি ট্রেন রেক বদলানোর সময়ে লাইনের পয়েন্টে সমস্যা ধরা পড়ে। এর ফলে প্রায় আধঘণ্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা। দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলেনি। হঠাৎ পরিষেবা থেমে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।