BJP শাসিত উত্তরপ্রদেশে ভয়াবহ বর্বরতা!গণধর্ষণের শিকার মূক-বধির অন্তঃসত্ত্বা যুবতীর মৃত্যু
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯:৩০: উত্তরপ্রদেশে ভয়াবহ বর্বরতা। গণধর্ষণের শিকার মূক-বধির অন্তঃসত্ত্বা যুবতী। অভিযোগ, তাঁকে গণধর্ষণের পর জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি-চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২৬ বছর বয়সী ওই তরুণীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিছুদিন আগে শ্বশুরবাড়ির অশান্তি এড়িয়ে বাপের বাড়িতে ফিরে এসেছিলেন। সেখানেই গ্রামের দুই যুবক তাঁকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এর ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্তরা পরিবারকে হুমকি দিতে শুরু করে।
গত রবিবার ফের পাশবিক নির্যাতনের শিকার হন ওই তরুণী। অভিযোগ, অভিযুক্তরা তাঁকে গ্রামের একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ায় এবং পরে ফের ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
হামিরপুর জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র ও জোরপূর্বক গর্ভপাতের ধারায় মামলা রুজু করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে নারী সুরক্ষা তলানিতে ঠেকেছে, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ মোদী সরকারের কেবল প্রচারের ঢক্কা নিনাদ বলে মনে করছেন বিভিন্ন মহলে।