রক্তাক্ত আমেরিকা! ভারতীয় প্রৌঢ়ের মাথা কাটা হল মার্কিন মুলুকে, গ্রেপ্তার এক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:১০: ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হল আমেরিকায় (USA)। তারপর কাটা মুণ্ডে লাথিও মারলেন এক যুবক। তারপর সেই কাটা মুণ্ড নিয়ে জঞ্জালের স্তূপের দিকে যাচ্ছিলেন অভিযুক্ত। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যাচ্ছে, নিহত প্রৌঢ় আমেরিকার ডালাসে (Dallas) রাস্তার ধারে একটি হোটেল চালাতেন। অভিযুক্ত সেই হোটেলেই কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁদের মধ্যে বচসা হয়েছিল। মনে করা হচ্ছে, তার জেরেই হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের দাবি, সম্প্রতি হোটেলের ওয়াশিং মেশিনটি ভেঙে গিয়েছিল। যা নিয়ে বুধবার ওই কর্মচারী যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। প্রৌঢ় তাঁকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেছিলেন। মালিকের নির্দেশ বুঝতে পারেননি অভিযুক্ত উল্টে ধারালো অস্ত্র নিয়ে মালিকের দিকে এগিয়ে যান যুবক। তাঁকে একাধিক বার কোপ মারেন। আহত অবস্থায় কোনওরকমে ছুটে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু যুবক তাঁকে ধরে ফেলেন। প্রৌঢ়ের স্ত্রী-পুত্র যুবককে আটকানোর চেষ্টা করেন। তিনি তাঁদের ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়ের মাথা কেটে ফেলেন অভিযুক্ত। ছিন্ন মুণ্ডে লাথি মারেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং যুবককে গ্রেপ্তার করে।
নিহতের নাম চন্দ্র নাগামাল্লাইয়াহ। বয়স পঞ্চাশ বছর। তিনি কর্নাটকের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি ডালাসেই থাকতেন। অভিযোগ, স্ত্রী এবং পুত্রের চোখের সামনেই প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে প্রৌঢ়কে খুন করা হয়।হত্যাকারী ৩৭ বছরের ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ। অভিযুক্তকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে খুনের (Murder Case) মামলা দায়ের করেছে মার্কিন পুলিশ।
আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস তরফে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে লেখা হয়েছে, ‘‘চন্দ্র নাগামাল্লাইয়াহের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা সমবেদনা জানাচ্ছি। চন্দ্র ভারতীয়। ডালাসে কর্মস্থলে তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা চন্দ্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সকল সহযোগিতা করা হচ্ছে। অভিযুক্ত এখন ডালাস পুলিশের হেপাজতে।’’