সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও বিসিসিআই মঞ্চে, সভাপতি পদ নিয়ে জল্পনা চরমে

September 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:২০: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর পক্ষ থেকে আসন্ন বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় (AGM) ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি হিসেবে যোগ দিতে চলেছেন। সভাটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, মুম্বইয়ে। উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আগামী ২২ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভায় তিনি আবারও সংস্থার সভাপতি পদে বসতে চলেছেন।

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, রাজ্য সংস্থাগুলির প্রতিনিধিদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল শুক্রবার। এজিএমে বিসিসিআই-এর সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে। বর্তমানে সচিব দেবজিত সাইকি, যুগ্ম সচিব রোহন গাঁওস দেশাই এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া তাদের পদে বহাল থাকার সম্ভাবনাই বেশি।

সবচেয়ে বড় জল্পনা এখন সভাপতি পদে কে আসবেন তা নিয়ে। বর্তমান সভাপতি রজার বিনি জুলাই মাসে ৭০ বছর পূর্ণ হওয়ার পর নিয়ম অনুযায়ী পদ ছেড়ে দিয়েছেন। এরপর থেকে সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বৃহস্পতিবার সচিন তেন্ডুলকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সভাপতির দৌড়ে নেই। তাঁর মিডিয়া টিমের এক বিবৃতিতে বলা হয়েছে,
“সচিন তেন্ডুলকরকে বিসিসিআই সভাপতির পদে প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বা মনোনীত করা হয়েছে এমন গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রক্রিয়া হয়নি। আমরা সকলকে অনুরোধ করছি এই ধরনের ভুয়ো খবরে কান না দিতে।”

এবার এজিএমে আইপিএল চেয়ারম্যানের পদ নিয়েও প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। কারা সেই গুরুত্বপূর্ণ পদে বসবেন, তা নিয়েও কৌতূহল তুঙ্গে।

সব মিলিয়ে,আগামী ২৮ সেপ্টেম্বরের মুম্বই সভা ভারতীয় ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ দিশা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেরার সম্ভাবনা রাজ্য ক্রিকেটে নতুন মাত্রা যোগ করছে, অন্যদিকে বিসিসিআই-এর শীর্ষ পদ নিয়ে জল্পনা ক্রিকেটপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen