লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ভূমিধসে মৃত অন্তত চার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:৩৫: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি সিকিমে (Sikkim)। ইয়াংথাং বিধানসভা এলাকার অন্তর্গত আপার রিম্বি গ্রামে বৃহস্পতিবার গভীররাতে ভূমিধসে (landslide) মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছে একজন। বৃহস্পতিবার রাতেই উদ্ধারকার্য শুরু করেন SSB-র জওয়ান ও স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও হাত লাগান উদ্ধারকার্যে।
মারা গিয়েছেন ভীমপ্রসাদ লিম্বু, অনিতা লিম্বু, বিমল রায় এবং অঞ্জলি রায়। মৃতরা একই পরিবারের সদস্য। ধসে আপার রিম্বি গ্রামের একটি বাড়ি ধসে যায়। ধসে চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। নদীতে তলিয়ে যান দুইজন। দ্রুত এলাকায় পৌঁছয় উদ্ধারকারী দল। নদীতে গাছের গুঁড়ি ফেলে দুই মহিলাকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন।
গ্যাজিং জেলা পুলিশ সূত্রে খবর, লাগাতার বৃষ্টি ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা বাধাপ্রাপ্ত হয়। উদ্ধারকার্য শুরু হয়েছে। ফলে অনেকেই প্রাণ বাঁচানো গিয়েছে।