AIFF-র গাফিলতিতেই ভারতের পতন, কড়া আক্রমণ বাইচুং ভুটিয়ার,ফেডারেশনের নির্বাচন নিয়ে দিলেন বড় বার্তা

September 12, 2025 | 2 min read
Authored By: author শুভদীপ মুন্সী
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:৫৮: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে খালিদ জামিলের হাত ধরে। সদ্য নিযুক্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তাঁর সামনে এখন বড় দায়িত্ব ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের অন্যতম সেরা ফুটবলার ও প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া মনে করেন,ভারতীয় ফুটবলকে উঁচুতে তুলতে হলে খালিদকে আক্রমণাত্মক ফুটবলের উপর জোর দিতে হবে এবং ধারাবাহিক পারফরম্যান্স গড়ে তুলতে হবে।

সাম্প্রতিক সাফল্যের দিকে তাকালে দেখা যায়, জামিলের অধীনে ভারত প্রথমবারের মতো CAFA নেশনস কাপ-এ তৃতীয় স্থান অধীকার করেছে। ৩১ বছর বাদে ওমানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে জয় পেয়ে ভারত ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছে। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না, বলছেন বাইচুং। তাঁর মতে, ভবিষ্যতের জন্য এখন থেকেই তরুণদের, বিশেষ করে আন্ডার-২৩ দলের স্ট্রাইকারদের নিয়ে দল গড়তে হবে।

বর্তমানে ভারতের FIFA র‌্যাঙ্কিং ১৩৩, সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেন “পারফরম্যান্সের ক্ষেত্রে একেবারেই ভয়ঙ্কর।” তিনি মনে করেন, শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফেডারেশন এবং কোচদের মধ্যে সম্পর্কের অবনতিও এই অবনতির বড় কারণ। তিনি আরও বলেন,“গত তিন বছরে দু’জন আন্তর্জাতিক মানের কোচ ভারতীয় ফুটবলে কাজ করেছেন। ইগর স্টিমাচ খারাপ পরিস্থিতিতে কাজ চালিয়েছিলেন, পরে সম্পর্কের অবনতির কারণে চলে যান। এরপর এফসি গোয়ার অন্যতম সফল কোচকে আনা হয়েছিল, কিন্তু তিনিও ৪-৫ মাসের মধ্যেই পদত্যাগ করেন। এতে স্পষ্ট বোঝা যায়, ফেডারেশনের ভেতরে কতটা সমস্যা রয়েছে।”

এদিকে, ফিফা এবং এএফসি ভারতের ফুটবল ফেডারেশনকে ৩০ অক্টোবর-এর মধ্যে সংবিধান অনুমোদনের সময়সীমা বেঁধে দিয়েছে। তা না হলে ভারতীয় ফুটবলে নিষেধাজ্ঞা জারি হতে পারে। বাইচুং এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ফিফা যদি সত্যিই ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়েযেতে চাইত, তাহলে তিন বছর আগে এ বিষয়ে লিখিত সতর্কতা দিত। আমি নিজে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি এই সংবিধান গঠনের জন্য।”

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও ভুটিয়ার স্পষ্ট বার্তা—সংগঠনকে ভেতর থেকে বদলাতে হবে। তিনি বলেন,
“আমি আশা করি দ্রুত সংবিধান গঠিত হবে এবং নতুন নির্বাচন হবে। নতুন নেতৃত্ব আসুক, যারা ভারতীয় ফুটবলকে একেবারে নতুন করে শুরু করবে।”

তবে সভাপতি হওয়ার পদে তিনি লড়বেন কি না সেই বিষয় বাইচুংকে প্রশ্ন করা হলে তখন তিনি না বলে দেন যে তিনি ইচ্ছুক নন,তিনি লড়বেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen