Birbhum: নলহাটির পাথরখাদানে ধস, মৃত অন্তত ৫

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৪: বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় একটি পাথরখাদানে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, যখন শ্রমিকরা খাদানে পাথর কাটার কাজে নিযুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, কাজ চলাকালীন হঠাৎ খাদানের একাংশ ধসে পড়ে। মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যান একাধিক শ্রমিক। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। মৃতদেহগুলি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় খাদানে প্রায় ১০ জন শ্রমিক কাজ করছিলেন। ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ধস নামার আশঙ্কা থাকলেও, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খাদানটি বেসরকারি মালিকানাধীন এবং নিরাপত্তা বিধি মানা হয় না।

এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং খাদানের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen