Asia Cup 2025-ভারত-পাকিস্তান মহারণে যে ৬ টি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর থাকবে

September 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২০:  এশিয়া কাপ ২০২৫-এ রবিবার, ১৪ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ভারত চার উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল। এবারও সেই একই ভেনুতে লড়াই হতে চলেছে, ফলে ম্যাচের আগ্রহ আকাশছোঁয়া।

ভারত এবং পাকিস্তান উভয় দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। ম্যাচের আগে নজর থাকবে কিছু বিশেষ দ্বৈরথের দিকে যারা এই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

১. শুভমন গিল বনাম শাহিন আফ্রিদি
ভারতের ভাইস-ক্যাপ্টেন শুভমন গিলের ব্যাট বনাম পাকিস্তানের পেস তারকা শাহিন আফ্রিদির বল এই লড়াই শুরু থেকেই উত্তেজনার। আন্তর্জাতিক ক্রিকেটে চারবার মুখোমুখি হয়ে গিল ৬২ রান করেছেন, আর আফ্রিদি নিয়েছেন দুইটি উইকেট। গিলের মারকাটারি ব্যাটিং এবং আফ্রিদির সুইং এ দুয়ের মিশ্রনে শুরু থেকেই ম্যাচে রোমাঞ্চ তৈরি হবে।

২. জসপ্রিত বুমরাহ বনাম ফখর জামান
ভারতের পেস অ্যাটাকের লিডার বুমরাহ এবং পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। বুমরাহর ইয়র্কার এবং ভ্যারিয়েশন ফখরের আক্রমণাত্মক ব্যাটিংকে চ্যালেঞ্জ জানাবে। এখনও পর্যন্ত টি২০তে দুজনের দেখা হয়নি, ফলে এই দ্বৈরথ নতুন রূপ নেবে।

৩. সূর্যকুমার যাদব বনাম মহম্মদ নওয়াজ
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং স্পিনারদেড় বিরুদ্ধে দুর্দান্ত, কিন্তু পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজের টাইট লাইন এবং ভ্যারিয়েশন তার বড় চ্যালেঞ্জ। দুজন মাত্র দু’বার মুখোমুখি হয়েছেন, যেখানে নওয়াজ একবার সূর্যকুমারকে ফিরিয়েছেন। এই ম্যাচে সূর্যের স্পিন খেলার দক্ষতা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

৪. হার্দিক পান্ডিয়া বনাম সাইম আয়ুব
হার্দিকের নতুন বলে আক্রমণাত্মক বোলিং পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আয়ুবের টেকনিকের বড় পরীক্ষা নেবে। আন্তর্জাতিক ক্রিকেটে এ দুজনের প্রথম মুখোমুখি হবে এই ম্যাচে। হার্দিকের অভিজ্ঞতা পাকিস্তানকে শুরুতেই বড় চাপে ফেলতে পারে।

৫. অভিষেক শর্মা বনাম আবরার আহমেদ
ভারতের আগ্রাসী ব্যাটসম্যান অভিষেক এবং পাকিস্তানের বুদ্ধিমান লেগ স্পিনার আবরারের লড়াই হতে চলেছে দারুণ আকর্ষণীয়। অভিষেকের আক্রমণাত্মক ব্যাটিং বনাম আবরারের বুদ্ধিদীপ্ত ভ্যারিয়েশন ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।

৬. কুলদীপ যাদব বনাম পাকিস্তান মিডল অর্ডার
ভারতের স্পিন অস্ত্র কুলদীপ পাকিস্তানের মিডল অর্ডারের বিরুদ্ধে বড় সমস্যার কারণ হতে পারেন। আগের ম্যাচে তিনি ইউএই-এর ব্যাটারদের নিজের স্পিনের ঘুর্ণিতে শেষ করে দেন। পাকিস্তানের মিডল অর্ডারকে চাপে রাখতে তার ভূমিকা এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen