যাদবপুরের পর RG Kar মেডিক্যালে ছাত্রীর রহস্যমৃত্যু, প্রশ্নের মুখে প্রেমিকের ভূমিকা

September 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৫৫: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীমৃত্যুর রেশ কাটতে না কাটতেই আর জি কর মেডিক্যাল কলেজের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল রাজ্যে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা অনিন্দিতা সোরেন, যিনি আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন, শনিবার মালদহ মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সূত্রের খবর অনুযায়ী, অনিন্দিতা গত সোমবার মালদহে যান তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে। প্রেমিকও মালদহ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পরিবারের দাবি, তাঁরা এই সফরের বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎই ফোনে খবর আসে, অনিন্দিতা অসুস্থ, ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যালে।

পরিবার ছুটে গিয়ে হাসপাতালে পৌঁছায়। শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার আর জি কর মেডিক্যালে রেফার করা হয়। কিন্তু মাঝপথেই পরিস্থিতি আরও খারাপ হলে তাঁকে ফের মালদহে ফিরিয়ে আনা হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণের ফলে মৃত্যু হয়েছে অনিন্দিতার। তবে আত্মহত্যা না কি অন্য কিছু – তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অনিন্দিতা। অন্যদিকে, তাঁর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।

পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে সরাসরি প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনে প্রেমিকের ভূমিকা, সম্পর্কের জটিলতা এবং মেডিক্যাল কলেজের পরিবেশ, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। যাইহোক, যাদবপুরকাণ্ডের পর শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। অনিন্দিতার মৃত্যু সেই বিতর্ককে আরও গভীর করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen