Mayanmar: রাখাইনে বোমা হামলায় ধ্বংস দুই স্কুল, নিহত ১৯ পড়ুয়া

September 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.০২: মায়ানমারে ফের ভয়াবহ হামলা। পশ্চিম রাখাইন প্রদেশের কিয়াউকতাও শহরে দুটি আবাসিক স্কুলে বোমা হামলায় প্রাণ হারালেন ১৯ জন শিক্ষার্থী। শুক্রবার মধ্যরাতের পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’।

আরাকান আর্মির দাবি, নিহতদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। আহত হয়েছেন আরও ২২ জন। সংগঠনটি এই হামলার জন্য সরাসরি দায়ী করেছে মায়ানমারের সামরিক জুন্টাকে। যদিও জুন্টার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মায়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান ওই স্কুলগুলির উপর প্রায় ৫০০ পাউন্ডের বোমা ফেলে। হামলার তীব্রতায় স্কুল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়, ছিন্নভিন্ন হয়ে যায় পড়ুয়াদের দেহ।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে ইউনিসেফ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “এটি একটি নৃশংস আক্রমণ। শিশুদের জীবন নিয়ে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না।” ইউনিসেফ আরও বলেছে, “রাখাইনে ক্রমবর্ধমান হিংসার আবহে এই হামলা, পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এর চূড়ান্ত মূল্য দিতে হচ্ছে শিশু ও তাদের পরিবারকে।”

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক জুন্টা। তারপর থেকেই মায়ানমারে ছড়িয়ে পড়ে রক্তাক্ত বিশৃঙ্খলা। ২০২৩ সাল থেকে রাখাইন প্রদেশে জুন্টার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে আরাকান আর্মি। গত বছর এই অঞ্চলের ১৭টি শহরের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ নেয় তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen