জিমের পোশাকে, মিরর সেলফিতে অচেনা অভিষেক: ইনস্টাগ্রামে ভাইরাল নতুন লুক

September 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪০: অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই রাজনীতি। বক্তৃতা, মিছিল বা রাজনৈতিক বার্তাই সাধারণত দেখা যায় তাঁর সোশাল মিডিয়া পোস্টে। কিন্তু শনিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ছবি ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

প্রথমবারের মতো জিমের পোশাকে দুটি মিরর সেলফি শেয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক। একটি নরমাল, অন্যটি ফিল্টার্ড সেলফি। ছবিতে দেখা যায়, তাঁর পরনে সাদা ভেস্ট ও শর্টস, হাতে জিমের গ্লাভস। তবে এই নতুন লুক দেখে প্রথমে অনেকেই বুঝতে পারেননি, ছবির মানুষটি সত্যিই অভিষেক কিনা।

রাজনীতির বাইরেও যে তিনি স্বাস্থ্য সচেতন, তা আবারও প্রমাণ করলেন। নিয়মিত শরীরচর্চা করেন অভিষেক, খাওয়াদাওয়ার ক্ষেত্রেও কড়া নিয়মানুবর্তিতা মেনে চলেন। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল তিনি।

তরুণ প্রজন্মের কাছে শুধু রাজনীতিক নয়, স্টাইল আইকন হিসেবেও পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর পোশাক-পরিচ্ছদ ও চেহারার প্রতি কৌতূহল বরাবরই থাকে। স্বাভাবিকভাবেই জিম লুকে অভিষেককে দেখে অনেকেই চমকে গিয়েছেন, আবার মুগ্ধও হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen