SSC: আজ দ্বিতীয় পর্যায় এসএসসি পরীক্ষা রাজ্যে

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০ : দ্বিতীয় পর্যায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। রাজ্যের মোট ৪৭৮টি কেন্দ্রে এই পরীক্ষায় বসছেন প্রায় দুই লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো পরীক্ষার্থী। মোট ৩৬টি বিষয়ের উপর এই পরীক্ষা নেওয়া হবে এবং বারো হাজার পাঁচশো চৌদ্দটি শূন্য পদের জন্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে।

কোর্টের নির্দেশে চাকরি হারানো যোগ্য শিক্ষকদের অনেকেই আজকের পরীক্ষায় বসছেন। আগেরবারের মতো এবারও তাঁরা কালো পোশাক পরে পরীক্ষায় বসছেন, যা তাঁদের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর বারোটায় এবং শেষ হবে দুপুর দেড়টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত আধ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। যাদের অ্যাডমিট কার্ডে কোনো ত্রুটি রয়েছে, বিশেষ করে আধার কার্ড এবং স্বপ্রত্যায়িত নথি সম্পর্কিত সমস্যা থাকলে, তাঁদের পরীক্ষাকেন্দ্রে এসে সংশ্লিষ্ট কর্তব্যরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডে অস্পষ্ট ছবি, স্বাক্ষর বা এই সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে, কেন্দ্রের তত্ত্বাবধায়করা প্রার্থীর পাঠানো তথ্য ও অন্যান্য নথি যাচাই করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ পেন নিয়ে প্রবেশ করা যাবে। অন্য ধরনের কলম ব্যবহারের অনুমতি নেই, সেগুলো পরীক্ষাকেন্দ্রের বাইরে রেখেই ভিতরে প্রবেশ করতে হবে। প্রয়োজন হলে কেন্দ্র থেকে কলম প্রদান করা হবে। পরীক্ষার্থীদের ঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কক্ষের মধ্যে থাকা ঘড়ি থেকে সময় দেখে নিতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen