টিটাগড়ে খুন অর্জুন সিংহ ঘনিষ্ঠ নেতা মণীশ শুক্লা

রবিবার সন্ধেয় মনীশ শুক্লার উপর গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা।

October 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
মণীশ শুক্লা

ফের প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল বিজেপি নেতাকে। ভরসন্ধেয় উত্তর ২৪ পরগনার টিটাগড়ে থানার সামনেই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান মণীশ শুক্লা। তাঁর উপর মোট চার রাউন্ড গুলি চালানো হয় বলেই জানা গিয়েছে। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এই মনীশ শুক্লা।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় মনীশ শুক্লার উপর গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। মাথায় ও বুকে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাকপুরের একটি হাসপাতাল, সেখান থেকে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার কয়েক ঘণ্টা পরই জীবনযুদ্ধে হার মানেন। এদিকে ঘটনায় উত্তাল টিটাগড়। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে বিটি রোড। রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। মণীশ শুক্লাকে খুনের ঘটনায় আজ ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen