SIR: ভোটার লিস্ট রিভিশনের প্রাক-সংশোধনী শুরু করছে নির্বাচন কমিশন

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানিয়েছে, আগামী ১লা জানুয়ারি থেকে সারা দেশে ভোটার তালিকার একটি প্রাক-সংশোধনী কার্যক্রম শুরু করতে চলেছে। এই পদক্ষেপটি ভোটার তালিকা সংশোধনী (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার পূর্বসূরী হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন বিহারে চলমান SIR প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বৈধ ভোটারদের তালিকা থেকে বের করে দিয়ে ভুতুড়ে ভোটারে লিস্ট ভরানোর অভিযোগ উঠেছে কমিশনের দিকে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে লাভ করিয়ে দিতেই এমন কাজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগও উঠছে। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে একাধিক আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশন তাদের জবাবে দাবি করেছে, এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্ট কোনো সাধারণ নির্দেশনা দিতে পারে না, কারণ এটি নির্বাচন কমিশনের এক্তিয়ারের অন্তর্ভুক্ত। কমিশন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করার জন্য আবেদন জানিয়েছে, যাতে শুধুমাত্র বিহারেই নয়, সারা দেশে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া চালুর জন্য নির্দেশ চাওয়া হয়েছিল।

নির্বাচন কমিশন তাঁদের প্রত্যুত্তরে ব্যাখ্যা করেছে যে Representation of the People Act (RPA), 1950 এবং Registration of Electors Rules, 1960-এর আওতায় তাঁদের এই ক্ষমতা রয়েছে যে তাঁরা পরিস্থিতি বিবেচনা করে সংশোধনী প্রক্রিয়া চালু করতে পারে।

জাস্টিস সূর্য কান্ত ও জাস্টিস জয়মাল্য বাগচীর বেঞ্চ ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের জবাব চেয়ে নোটিস জারি করেছেন। এই নিয়ে আইনি লড়াই চলছে, এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক পরিসরে তপ্ত আবহাওয়া দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen