Kolkata Metro: উধাও মেট্রোর Arrival time! ব্যর্থতা ঢাকতেই নয়া পন্থা?

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

Kolkata Metro | Kolkata Metro faces disruption in peak hours again,  commutes face crowding, delays - Telegraph India

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৩৫: ব্লু লাইনের কোনও স্টেশনেই আর মেট্রো আসার সময় দেখা যাচ্ছে না! সময় দেখা গেলেও, পরবর্তী মেট্রো কখন জানা যাচ্ছে না, গত বৃহস্পতিবার থেকে উঠছে এই অভিযোগ। কিন্তু কেন? কলকাতার লাইফ লাইন মেট্রো এখন কলকাতার বোঝায় পরিণত হয়েছে। মূলত ব্লু লাইনেই যাবতীয় বিপত্তি বাঁধছে।

থিকথিকে ভিড়। মেট্রোর অপেক্ষায় চাতক পাখির মতো থাকছে হচ্ছে। ভিড়ে দমবন্ধ অবস্থা যাত্রীদের। যেকোনও স্টেশনে হঠাৎ হঠাৎ রেল দাঁড়িয়ে পড়ছে। দরজা আটকাচ্ছে না। সব মিলিয়ে কেবলই লেট হচ্ছে। তাই আর জবাবদিহির জায়গা থাকতে চাইছেন না মেট্রো কর্তৃপক্ষ। ট্রেন আসার সময় না-দেখালে লেট হল কি-না আর জানার উপায় নেই।

ব্লু লাইন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ রুটের যাত্রীদের অভিযোগ, কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর দুর্ভোগ শুরু হয়। শহিদ ক্ষুদিরামকে প্রান্তিক স্টেশন করে কোনওমতে চলছিল মেট্রো। একের পর নতুন রুটের সূচনায় ভিড় বেড়েছে। পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। এখন সব মেট্রো শহিদ ক্ষুদিরাম পর্যন্তও যাবে না।

যাবতীয় প্রশ্ন এড়াতেই কি নয়া পন্থা নিল মেট্রো কর্তৃপক্ষ? কখন মেট্রো আসবে তা জানাতে ঘড়ির কাঁটা বন্ধ! আজ, রবিবারেও ঠিক হয়নি। যাত্রীদের অভিযোগ, ঠিক সময়ে মেট্রো চালাতে না-পেরে, সময়ই দেখানো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আধিকারিকদের বক্তব্য, যান্ত্রিক ত্রুটি। ঘড়ি ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু যাত্রীদের অভিযোগ, মেট্রো না-মেলায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। মেট্রো সময় মতো চলছে না। সেই অপদার্থতা ঢাকতেই কি নতুন পথ?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen