CFL-এ ডায়মন্ড হারবারকে হারিয়ে ডুরান্ডের বদলা লাল-হলুদের

September 14, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

May be an image of 7 people, people playing football, people playing soccer and text that says '有 0 85 mami 雲 14 emanL 75 CTA! 61 08 72 amam 상프에 3 emami 84 84 모반다 82 2'

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৫৬: রবিবার কলকাতা লিগের (CFL) চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ডুরান্ড কাপের সেমিফাইনালে হারের বদলা নিল মশাল বাহিনী। এদিন সুপার সিক্সের প্রথম ম্যাচে কিশোরভারতীতে ডায়মন্ড হারবারকে ৩-১ গোলে হারায় ইস্টবেঙ্গল।

ম্যাচের ২৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডেভিড লালহানসাঙ্গা। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে সাজঘরে ফেরে লাল-হলুদ শিবির। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ডায়মন্ড হারবারকে সমতায় ফেরান পবন। ৭৫ মিনিটে জেসন টিকের গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৭) ফের গোল করেন জেসন টিকে। ৩-১ গোলে জেতে ইস্টবেঙ্গল

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen