Asia Cup 2025 India vs Pakistan: পহেলগাঁওয়ের জের? Toss-র পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দন এড়ালেন সূর্য

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

IND vs PAK, Asia Cup 2025: Pakistan Opts To Bat First In Dubai, India's Arshdeep Singh Misses Out Again | Check Lineups

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.১৮: বাইশ গজেও পহেলগাঁও কান্ডের প্রতিবাদ করলেন ভারতীয় ক্রিকেটাররা। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বুঝিয়ে দিলেন, মাঠে নামলেও পাকিস্তানের প্রতি কোনও সম্মান তাঁরা দেখাবেন না।

রবিবার টসে জেতে পাকিস্তান। দলের অধিনায়ক সলমন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। টস শেষে দুই দলের অধিনায়ক হাত মেলান। কিন্তু সলমনের সঙ্গে হাত না-মিলিয়েই ডাগ আউটের দিকে এগিয়ে যান ভারত অধিনায়ক।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর-র পর এই প্রথম ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে। ম্যাচ বয়কটের দাবিও উঠেছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই BCCI-র।

উল্লেখ্য, গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারত। নাম তুলে নিয়েছিলেন যুবরাজরা। আজ নিজেদের মতো করে প্রতিবাদ করলেন ভারতের ক্রিকেটাররা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen