ভারতীয় স্পিনারদের Operation Sindoor! ঘূর্ণিতে ৯ উইকেট খুইয়ে ১২৭-এ থামল পাকিস্তান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২২.০০: রবিবারের ভারত-পাক মহারণ অনেকটাই উত্তাপহীন। তবে ভারতীয় স্পিনারদের অপারেশন সিঁদুরে কুপোকাত পাক ব্যাটাররা। রবিবার টস হারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। ব্যাট হাতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে একেবারে দিশেহারা হয়ে পড়ে পাক ব্রিগেড। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করল পাকিস্তান।
প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে ফেরেন ওপেনার সাইম আয়ুব। দ্বিতীয় ওভারে বুমরাহর বলে ফেরেন মহম্মদ হ্যারিস। পাওয়ার প্লে শেষে একের পর এক উইকেট খোয়ান সলমনরা। মাত্র ৩ রান করে ফেরেন পাক অধিনায়ক। হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজরাও মাত্র এক অঙ্কের রানে ফেরেন।
ওপেনার সাহিবজাদা ফারহান ৪৪ বল খেললেও মাত্র ৪০ রান করেন। ১৭ রানে ফেরেন ফখর জামান। একেবারে শেষে এসে ঝোড়ো ইনিংস খেললেন শাহিন আফ্রিদি। শেষ তিন ওভারে চারটি ছক্কা সহ ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলেন তিনি। এদিন তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট পেয়েছেন বুমরাহ ও অক্ষর প্যাটেল। ভারতের জয়ের জন্য দরকার ১২৮ রান।