Kolkata Metro: ঘুম ভাঙাল দক্ষিণেশ্বরের ঘটনা! নিরাপত্তা বাড়বে কি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৪: ছাত্রের ছুরির কোপে মৃত্যু হল আর এক ছাত্রের। দুজনেই নাবালক। ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakkhineswar Metro)। মেট্রো স্টেশনে এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রশ্ন ওঠে, যাত্রী নিরাপত্তা নিয়ে। কী করে ছুরি নিয়ে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়ল ওই অভিযুক্ত ছাত্রটি? প্রশ্ন উঠতে শুরু হয়। রেল পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। এবার ছাত্রখুনের পর টনক নড়ল?
নিরাপত্তা জোরদার করতে স্টেশনে ৮০০ আরপিএফ নিযুক্ত (RPF) করার কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও কবে তাঁরা নিযুক্ত হবেন, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। মেট্রো স্টেশনের অন্দরে ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। কোথাও নিরাপত্তা কর্মীই নেই, কোথাও স্ক্যানিং মেশিন অকেজো হয়ে পড়ে রয়েছে। নূন্যতম চেকিংও বন্ধ একাধিক জায়গায়।
উল্লেখ্য, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের একটি দল নামে। তাদের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই একজন সঙ্গীর দেহে ছুরি বসিয়ে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে ওই পড়ুয়া। তাকে হাসপাতালে নিয়ে যায় অন্য পড়ুয়ারা। তারপর তার মৃত্যু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। মেট্রো স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। পরে হাওড়া স্টেশন থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।