ED Summon: দিল্লিতে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪: আজ, সোমবার দিল্লিতে ইডি (Enforcement Directorate) দপ্তরে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বেটিং অ্যাপ মামলায় রবিবারই তাঁকে সমন (Summon) পাঠিয়েছিল ইডি। আজই হাজিরা দিতে বলা হয় মিমিকে। সেই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছলেন অভিনেত্রী।
সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ ইডির দপ্তরে হাজিরা দেন মিমি। বেশকিছু নথিপত্র ছিল তাঁর সঙ্গে। সাদা ওভারসাইজড শার্ট ও ব্লু ডেনিম পরেছিলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, বেআইনি বেটিং অ্যাপের দুর্নীতি চক্রে জড়িত থাকার সন্দেহে মিমিকে ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ, ভারতে বেটিং অ্যাপ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1xBet নামের একটি বেটিং অ্যাপের সঙ্গে মিমির যোগ রয়েছে। বেটিং অ্যাপ সংস্থার থেকে কত টাকা নিয়েছেন মিমি। কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে, সেই সংক্রান্ত অনুসন্ধান করছে ইডি।
উল্লেখ্য, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। নানা ক্ষেত্রের তারকারা রয়েছেন তালিকায়, মিমিও তাঁদের মধ্যে অন্যতম। দক্ষিণী তারকা রাণা দগ্গুবাতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা সহ একাধিক তারকার নামও রয়েছে। ১৬ সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিক অভিনেতা, ক্রিকেটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়েছিল। ক্রিকেটারদের মধ্যে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা আগেই ইডির সমন পেয়েছেন।