Kolkata Metro: সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, নাকাল নিত্যযাত্রীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই আবারও ছন্দপতন কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। সোমবার দুপুরে আচমকাই গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের পথে প্রায় ১৫ মিনিট থমকে যায় পরিষেবা। অফিসযাত্রী থেকে ছাত্রছাত্রী সকলে চরম বিপাকে পড়লেন ।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে বারোটার পর দমদম-নোয়াপাড়া স্টেশনের মাঝখানে বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়। তার জেরেই গিরিশ পার্কে দাঁড়িয়ে যায় একটি ট্রেন। ওই সময় দক্ষিণেশ্বরমুখী পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল স্বাভাবিক ছিল। পরে সমস্যার সমাধান হলে ফের চালু হয় পরিষেবা। কর্তৃপক্ষ দাবি করেছে, মাত্র ১০ মিনিটের জন্যই ব্যাঘাত হয়েছিল।
কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা অন্য কথা বলছে। গড়িয়ার বাসিন্দা স্নেহাশিস সেন জানান, দুপুর ১২টা ১ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে ট্রেনে ওঠেন তিনি। টালিগঞ্জে গিয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ে প্রায় আট মিনিটের জন্য। ঘোষণা করা হয়, গোলযোগের কারণে ট্রেন গিরিশ পার্ক পর্যন্তই যাবে। শেষমেশ নির্ধারিত সময়ের তুলনায় ১৩ মিনিট দেরিতে পৌঁছন তিনি।
শুধু এদিনই নয়, এর আগে বারবার একই অভিজ্ঞতা হয়েছে নিত্যযাত্রীদের। গত সপ্তাহেই কবি নজরুল স্টেশনে একটি রেক খারাপ হয়ে যাওয়ায় এক ঘণ্টার বেশি সময় ধরে বিপর্যস্ত ছিল উত্তর-দক্ষিণ লাইন। সোমবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা।
পুজোর আবহে যাতায়াত আরও বাড়বে। এই অবস্থায় ঘন ঘন মেট্রোর সমস্যায় কর্তৃপক্ষও অস্বস্তিতে। মেট্রোর এক আধিকারিক বলেন, “যে জায়গায় সমস্যা হচ্ছে, ধরে ধরে সমাধান করা হচ্ছে। তবে পরিষেবা পুরোপুরি ঠিক কবে হবে, এখনই বলা যাচ্ছে না।”